ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় নবীন বরণ অনুষ্ঠান।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হল রুমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ মাছুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রবাষক ও নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ নাছির উদ্দীন। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ মাছুম বিল্লাহ বলেন
শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, শিক্ষা হলো মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। তোমাদের ভিতরে দেশপ্রেম, সততা, মানবিকতা আর নৈতিকতার আলো জ্বালাতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে।আমি চাই, তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রশাসক, সাহিত্যিক এমনকি জাতীয় নেতৃত্ব বের হয়ে আসুক।মনে রেখো, মাদক, অসৎ সঙ্গ ও মোবাইলের অপব্যবহার তোমাদের জীবনের সবচেয়ে বড় বাধা। তাই এসব থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে।
এসময় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ইমেইল: esomoyerchandpur@gmail.com
Copyright © 2025 দৈনিক এসময়ের চাঁদপুর. All rights reserved.