প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:১১ এ.এম
ফরিদগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ডের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব কাছিয়াড়া পালোয়ান বাড়ির প্রধান সড়কের বেহাল দশায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় সড়কটি ভেঙে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় এক যুগ ধরে সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। স্থানীয় এলাকাবাসী জানান, অল্প বৃষ্টিতেই এ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। বৃষ্টির পানি জমে কাদা ও পানিতে ভরে যায় পুরো রাস্তা। এতে পথচারীদের হাঁটা তো দূরের কথা, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চলাচলও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের প্রতিদিনই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। তারা আরও জানান, বিগত বন্যার সময় সড়কের এ বেহাল দশা নিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এতে মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, শুধু রাস্তা সংস্কার করলেই সমস্যার সমাধান হবে না। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা করা এবং পানি প্রবাহের রাস্তা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। এ অবস্থায় দ্রুত সড়ক সংস্কার ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Write to তারেক রহমান তারু
ইমেইল: esomoyerchandpur@gmail.com
Copyright © 2025 দৈনিক এসময়ের চাঁদপুর. All rights reserved.